
নিজস্ব প্রতিনিধি:-গাইবান্ধার গোবিন্দগঞ্জে জোনাকী বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে শিবপুর পশ্চিম পাড়া গ্রামের একটি জমিতে গলা কাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।জানা যায়, জোনাকী উপজেলার রাখালবরুজ ইউনিয়নের লোনতলা গ্রামের আব্দুল জলিলের মেয়ে। ১৬/১৭ বছর পূর্বে একই গ্রামের সিরাজ মিয়ার সাথে তার বিয়ে হয়। সংসারে ২ পুত্র সন্তান রয়েছে তার।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জোনাকীর হত্যার কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে।