ঢাকায় পৌঁছেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ

নিজস্ব প্রতিনিধি:- ঢাকায় পৌঁছেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ। শনিবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনিসুল হকের বহনকারী ফ্লাইট বিজি২০২ এসে পৌঁছায়। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে আসে আনিসুল হকের মরদেহ বহনকারী বিমানটি। আনিসুল হকের মরদেহ বিমানবন্দর থেকে তার বাসভবন বনানীতে নেয়া হচ্ছে।
এর আগে শুক্রবার বাদ জুমা আনিসুল হকের প্রথম জানাজা লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও জানাজায় উপস্থিত ছিলেন।গত ২৯ জুলাই নাতির জন্ম উপলক্ষে ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্য যান আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকরা।এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটলে তাকে গত ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়। গত সোমবার অবস্থার অবনতি হলে তাকে রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়। প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার মারা যান তিনি।