- প্রকাশিত : ২০১৮-০২-০১
- ৪৯৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে:শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:–শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এবার প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবার প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। প্রশ্ন ফাঁস হলে কাউকে রেহাই দেওয়া হবে না।’
বৃহস্পতিবার সকালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ আট হাজার ৬৮৭ জন ছাত্রী রয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..