- প্রকাশিত : ২০১৮-০২-০৩
- ৫০০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে ঢাকা মহানগর পুলিশের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী
নিজস্ব প্রতিনিধি:–বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ শনিবার সকাল থেকে ঢাকা মহানগর পুলিশের সকল ইউনিটে কেক কাটার মধ্য দিয়ে ডিএমপি’র ৪৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের আজকের অনুষ্ঠান মালা শুরু হয়।
বিকেল তিনটার দিকে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হবে। র্যালীর নেতৃত্ব প্রদান করবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। র্যালীতে ঢাকা মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। এছাড়াও থাকছে ডিএমপি’র সুসজ্জিত ব্যান্ড দল।ডিএমপি’র প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশি-বিদেশী কূটনৈতিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগনউপস্থিত থাকবেন।সন্ধ্যায় আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে দেশবরেণ্য শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করবেন। পরিশেষে রাজারবাগ পুলিশ লাইন্স এর প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ফায়ার ওয়ার্কস এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের আয়োজন সমাপ্ত করা হবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..