- প্রকাশিত : ২০১৮-০৪-২৬
- ১১৮১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
গফরগাঁওয়ে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:- ময়মনসিংহের গফরগাঁওয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ খুরশিদ মহল সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার পাঁচবাগ খুরশিদ এলাকায় ব্রহ্মপুত্র নদে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, পরিচয়বিহীন ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাত পাওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..