ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩০
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব একাদশের অধিনায়ক আফ্রিদি
স্পোর্ট ডেস্ক:-  লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার (৩১ মে) প্রীতিম্যাচে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। গেল বছর হ্যারিকেনে ক্ষতিগ্রস্ত ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়ামগুলোর সংস্কারের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই টি-টুয়েন্টি ম্যাচটি আয়োজন করা হয়েছে। প্রাথমিকভাবে বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের ইয়ন মরগানের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের সীমিত ওভারের এই অধিনায়ক হাতে চোট পেয়ে বিশ্ব একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তারা যায়গায় দলে নেওয়া হয়েছে স্যাম বিলিংসকে। এছাড়া আরো দুই ইংলিশ ক্রিকেটার স্যাম কুরান ও টাইমাল মিলস যায়গা পেয়েছেন বিশ্ব একাদশে। তিন সংস্করণ মিলিয়ে পাকিস্তানের হয়ে ৫২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সী আফ্রিদি। এর আগে ইনজুরির কারণে বিশ্ব একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। তবে পাকিস্তানি এই অল রাউন্ডারের নেতৃত্বে লর্ডসে খেলবে বিশ্ব একাদশ। বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালও বিশ্ব একাদশে ডাক পেয়েছেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব। তবে বাংলাদেশের বা-হাতি ড্যাশিং ওপেনার তামিম ম্যাচটি খেলবেন। বিশ্ব একাদশ স্কোয়াড : শহীদ আফ্রিদি (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), মিশেল ম্যাকগ্লাশান (নিউজিল্যান্ড), দীনেশ কার্ত্তিক (ভারত), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লুক রঙ্কি (নিউজিল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), সন্দিপ লামিচান (নেপাল), আদিল রশিদ (ইংল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), স্যাম বিলিংস (ইংল্যান্ড), স্যাম কুরান (ইংল্যান্ড), রশিদ খান (আফগানিস্তান), টাইমাল মিলস (ইংল্যান্ড)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat