- প্রকাশিত : ২০১৮-০৫-৩১
- ৬১৮ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি, নিহত ১
নিজস্ব প্রতিনিধি:- যশোরে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
বুধবার মধ্যরাতে যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় এই ঘটনা ঘটে। এসময় সেখান থেকে অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার জানান, রাতে বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এরপর সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে তিন কেজি গাজা , ২০০ পিস ইয়াবা, একটি ওয়ানশুটারগান, এক রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..