ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৫
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘কে সত্য কে মিথ্যা এটা ইন্ডাস্ট্রি ও জনগণ জেনে গেছে’
সম্প্রতি শিল্পী সমিতির ইফতারে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গ নিয়ে ফেসবুক লাইভে আসেন চিত্রনায়ক ওমর সানি। বিষয়টি নিয়ে বেশ আলোচনায় তৈরি হয়। অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার বক্তব্য তুলে ধরলেও তা ভিত্তিহীন বলে জানান ওমর সানি। সার্বিক এই প্রসঙ্গ, তার ব্যস্ততা ও চলচ্চিত্র ফোরাম নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু—
কেমন আছেন?
খুব ভালো আছি বলবো না। আমাদের পরিবারের একজন সম্প্রতি অসুস্থতায় পড়েছেন। আমি নিজেও মাঝে অসুস্থ ছিলাম আপনারা জানেন। এরমধ্যে যেমন থাকা যায় তেমনটাই আছি।
সম্প্রতি শিল্পী সমিতির ইফতারে আপনাকে আমন্ত্রণ না জানানো নিয়ে একটা আলোচনা তৈরি হয়েছে। যদিও এ নিয়ে আপনার ফেসবুক লাইভে আপনি বলেছেন। তবুও সাম্প্রতিক ঘটনা হিসেবে বিষয়টা নিয়ে জানতে চাই—
নতুন করে কিছু আর বলার নেই। এটা নিয়ে তেমন আর কিছু বলতেও চাই না। আমি আঙুল দিয়ে যা দেখিয়ে দেওয়ার দিয়েছি। যা প্রমাণ দেওয়ার সেটিও দিয়েছি। এখানে সাক্ষরের যে বিষয়টি বলা হয়েছে, সেটিও যে সঠিক নয় তাও আমি প্রমাণ করেছি। কে সত্য কে মিথ্যা এটা ইন্ডাস্ট্রি ও জনগণ জেনে গেছে।
এবার অন্য প্রসঙ্গে আসি তাহলে, চলচ্চিত্র ব্যস্ততা কী নিয়ে চলছে এখন?
চলচ্চিত্রই নেই, তাহলে ব্যস্ততা কিভাবে থাকবে। ব্যস্ততা এখন শুধু একজন নায়ককে কেন্দ্র করে। চলচ্চিত্রের এই বিভাজন যে কবে শেষ হবে আমি জানি না। এই বিভাজন, দোষারোপ আর ভালো লাগে না।
তাহলে কি বলা যায় এখন অবসর সময় পার করছেন?
ঠিক তাও নয়। ‘নোলক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবো। কয়েকটি টক শো করছি। একটি বিজ্ঞাপনের কাজ করবো। এছাড়া যেহেতু রোজার মাস, তাই বিভিন্ন ইফতারের আমন্ত্রণে যাবো। পারিবারিকভাবে একটু চিন্তার মধ্যে আছি। আমার আপন চাচা শ্বশুর অসুস্থ। মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত তাই। এসব নিয়েই আছি। কোনো বিভাজন নিয়ে বা কোনো পলিটিক্স নিয়েও ব্যস্ততা নেই। এগুলো শুনতেও আর ভালো লাগে না।
চলচ্চিত্র ফোরাম গঠনের পর কিন্তু এ নিয়ে আপনাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। এই প্রসঙ্গে কী বলবেন?
ফোরামের মূল দায়িত্বে যারা আছেন তারা বিষয়টি নিয়ে ভালো বলতে পারবেন। এই বিষয়ে আমি তেমন কিছুই বলতে পারবো না।
আপনি কি তাহলে এখন সম্পৃক্ত নেই?
আমি সম্পৃক্ত আছি। ফোরাম তো ফোরামে জায়গাতেই থাকবে। তবে কিছু মানুষের পরিবর্তন ঘটেছে। কিছু মানুষের চেহারার পরিবর্তন দেখেছি।
জেনেছি আপনার শরীরের অবস্থাও কিছুটা খারাপ। এখন কেমন বোধ করছেন?
কোনোরকম আছি। বাসায় বেশি থাকি বলা যায়। কাজ ছাড়া খুব একটা বাইরে বের হই না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat