যে কারণে হার্ভি ওয়াইনস্টিনকে নিয়ে হরর সিনেমা বানানো হচ্ছে
অসংখ্য নারী হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ করেন। আর সে কারণে অস্কার ও কান চলচ্চিত্র উত্সবেও বহিষ্কার হয়েছেন হলিউডের এই পরিচালক। গত ৬ মাসে শোবিজ বিশ্বের সবচেয়ে আলোচ্য বিষয়গুলোর মধ্যে একটি হার্ভি ওয়াইনস্টিনের এসব কার্যক্রম জনসম্মুখে আসা। নিপীড়ক এই পুরুষকে নিয়ে এবার বানানো হচ্ছে হরর সিনেমা। খবর বেরোনোর পরপরই অনেকের মাঝে এ নিয়ে জন্ম নিয়েছে ব্যাপক আগ্রহ। হার্ভি সিনেমা জগতের অন্যতম ক্ষমতাধর মোগল ছিলেন এবং তার বিরুদ্ধে আনীত বেশিরভাগ অভিযোগই যেহেতু সিনেমার সঙ্গে যুক্ত অভিনেত্রীরাই করেছেন সেহেতু সিনেমায় যদি হার্ভির চরিত্রকে তুলে আনা যায়, সেটাই হবে সবচেয়ে বড় দলিল। এমন ভাবনার জায়গা থেকে এবার হার্ভিকে নিয়ে ছবি বানানোর ঘোষণা দিয়েছেন ‘স্কারফেস’ খ্যাত হলিউডের বিখ্যাত নির্মাতা ব্রায়ান ডি পালমা।
তিনি জানিয়েছেন, হার্ভি ওয়াইনস্টাইনের স্কান্ডাল নিয়ে একটি হরর ছবি নির্মাণের লক্ষ্যে কাজ করছেন তিনি। বর্তমানে এর চিত্রনাট্য রচনা করছেন, যা এখন শেষের পথে। পুরো বছর ধরে আমি এসব গল্প শুনেছি। এখন শুধু গল্প বলার পালা।
হার্ভির কুকীর্তি নিয়ে কেন হরর ছবি বানাতে যাচ্ছেন? পালমার উত্তর, ‘একজন যৌন নিপীড়ককে নিয়ে এটা হরর ছবিই হবে এবং এ গল্পটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেবে। হার্ভির ঘটনার পর থেকে যৌন নিপীড়নের বিরুদ্ধে পৃথিবীজুড়ে যে হ্যাশট্যাগ মিটু আন্দোলনের সূচনা হয়েছে, তা ছবির বিষয়বস্তু পরিবর্তন ও নির্মাণশৈলীতেও আমূল পরিবর্তন বয়ে আনবে। এটা খুবই আনন্দের হবে যে, আমাদের (পুরষ) দৃষ্টিভঙ্গির বাইরে ভিন্ন কিছু একটা তারা (নারী) দেখতে পারছে। কারণ এতদিন ধরে অসংখ্য ছবি নির্মাণ করা হয়েছে শুধু পুরুষালি দৃষ্টিভঙ্গি থেকে, যা শুধু পুরুষরাই দেখে।’