ভারতের তারকা পেসার মহম্মদ শামি নাকি আবার বিয়ে করতে চলেছেন। আর কেউ নন, তার স্ত্রী হাসিন জাহান এমনই অভিযোগ করেছেন। হাসিনের নতুন অভিযোগ, ঈদের পাঁচদিন পরই নাকি শামি আবার বিয়ে করবেন।
এতোদিন শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন হাসিন। সোমবার আলিপুর আদালতে শামি-হাসিন মামলার শুনানি ছিল। এই মামলার পরবর্তী শুনানি ১৯ জুন। মাঝের এই কয়েকমাসে শামি ও হাসিনের মধ্যে কোন বাক্য বিনিময়ই হয়নি। দু জনের সম্পর্কের বরফও গলেনি।
হাসিনের বক্তব্য, শামির সঙ্গে এর মধ্যে তার কোনও কথাবার্তাই হয়নি। হাসিন অভিযোগ করেছেন, টাকা নিয়ে যাতে তিনি ডিভোর্স দেন, তার চেষ্টাও করেছেন শামি। হাসিন জানিয়েছেন, ডিভোর্স তিনি কিছুতেই দেবেন না। কারণ ডিভোর্স দেয়ার জন্য তো তিনি বিয়ে করেননি।
হাসিনের অভিযোগ, ঈদের পাঁচদিন পর ভাইয়ের শ্যালিকাকে নাকি বিয়ে করবেন শামি। ঘটনাপ্রবাহ এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।