‘খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে চাল রপ্তানিও করছে বাংলাদেশ’
নিজস্ব প্রতিনিধি:- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব খাদ্য উৎপাদনের জন্য আধুনিক, উন্নত ও টেকসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারকে শক্তিশালী করেছে।’ আজ মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৭টি দপ্তর ও সংস্থার মধ্যে ২০১৮-১৯ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অর্জন করাসহ ইতোমধ্যে চাল রপ্তানিও করেছে বাংলাদেশ। এই ধারাবাহিতকা বজায় রাখাসহ উন্নয়নকে বেগবান করতে সবাইকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এবং দপ্তর ও সংস্থার প্রধানগণ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।