নিজস্ব প্রতিনিধি:- বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে শনিবার রাতে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারত। দেড় বছর আগে শিশুসহ ৪ নারী ও ৮ বাংলাদেশি নৌ-শ্রমিক ওই দেশে পাচার হয়ে যায়।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ফেরত আসা নারীরা দেড় বছর আগে অবৈধ ভাবে ভারতে যান। ভারতের মেদেনীপুর ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তারা আটক হন।
আর নৌ-শ্রমিকরা গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ভারত সীমান্তে ঢুকে পড়লে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ট্রাভেল পারমিট এবং স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে শনিবার তাদের দেশে ফেরত পাঠানো হয়। এদের বাড়ি ফরিদপুর, নড়াইল, বাগেরহাট, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন এলাকায়।