ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৭
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক:- নুরুল হাসান সোহানের ব্যাটে কিছুটা প্রতিরোধ দেখিয়েছে বাংলাদেশ। তাতে দ্বিতীয় ইনিংসের স্কোরটা একটু ভদ্রস্থ রূপ পেয়েছে বটে। তবে শেষ রক্ষা হয়নি। অ্যান্টিগা টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জাই শেষ অব্দি বাংলাদেশের সঙ্গী হয়েছে। গতকাল স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জার পর দ্বিতীয় ইনিংসেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে করেছিল ৪০৬ রান। ব্যাটিং ব্যর্থতায় আড়াই দিনেই ম্যাচ হেরে গেছে সাকিব আল হাসানের দল। গতকাল লাঞ্চের মিনিট দশেক আগে দ্বিতীয় ইনিংসে ৪০ দশমিক ২ ওভারে ১৪৪ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। এটি ১০৭তম টেস্টে বাংলাদেশের ৮১তম হার। ইনিংস ব্যবধানে ৩১তম হার। আর ইনিংস ব্যবধানে বড় হারের তালিকায় অ্যান্টিগা টেস্ট থাকছে অষ্টম স্থানে।
গতকাল ম্যাচের তৃতীয় দিনে ছয় উইকেটে ৬২ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। এদিন ২২.২ ওভার ব্যাট করে শেষ চার উইকেটে ৮২ রান যোগ করে সফরকারীরা। যেখানে মূল অবদান নুরুল হাসান সোহানের। কারণ দিনের প্রথম ওভারেই ফিরে যান মাহমুদউল্লাহ (১৫)। পরে কামরুল ইসলাম রাব্বিও (৭) স্থায়ী হতে পারেননি। নবম উইকেটে রুবেলকে নিয়ে লড়াই শুরু করেন এ তরুণ। ৫৫ রানের জুটি গড়েন তারা।
এ জুটির বদৌলতে বাংলাদেশের স্কোরটা একশো পার হয়। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাহসী ব্যাটিং করেন সোহান। ৩৬ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। যা দেশের বাইরে টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি। স্রোতের বিপরীতে সোহানের লড়াই থেমে যায় ইনিংসের ৩৯তম ওভারে। কামিন্সের শিকার হওয়ার আগে ৬৪ রানের (৬ চার, ২ ছয়) লড়াকু ইনিংস খেলেন তিনি। কামিন্সের বলে রুবেল বোল্ড হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। রুবেল ১৬ রান করেন।
স্বাগতিকদের পক্ষে গ্যাব্রিয়েল পাঁচটি, হোল্ডার তিনটি ও কামিন্স দুটি করে উইকেট পান। কেমার রোচ ম্যাচ সেরা হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat