বার কাউন্সিলের নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশ বার কাউন্সিলের নব নির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে নব নির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বে আইনজীবীদের কল্যাণ ও আইনের শাসন প্রতিষ্টায় কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন এড. ইউসুফ হোসেন হুমায়ুন, এড. সৈয়দ রেজাউর রহমান, এড. সাহারা খাতুন, এড. শ.ম. রেজাউল করিম, এড. কাজী নজিবুল্লাহ হিরু, এড. মোখলেছুর রহমান বাদল, এড. কবীর উদ্দির ভুইয়া ও এড. এ.এফ. রুহুল আনাম চৌধুরী মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড. আবু সাঈদ সাগর, এড. আব্দুল রহমান হাওলাদার, এড. গাজী মোঃ শাহ আলম, এড. আলী হোসেন, এড. আজাহার উল্লাহ ভুইয়া, এড. সানজিদা খানম এমপি প্রমুখ।
উল্লেখ্য, ৭ জুলাই বার কাউন্সিলের নব নির্বাচিত সদস্যদের ভোটে ইউসুফ হোসেন হুমায়ুন ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য কমিটির চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হন।