ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-০৭-৩০
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কঠোর পরিশ্রমের ফল পেয়েছি: তামিম
স্পোর্ট ডেস্ক:-ক্যারিয়ারের শুরু থেকে দ্রুতলয়ে রান তোলা, ঝড়ো ব্যাটিংয়ের জন্য সিদ্ধহস্ত ছিলেন তামিম ইকবাল। ব্যাট হাতে আক্রমণের প্রতিরূপ এই বাঁহাতি ওপেনারের বড় আক্ষেপ ছিল ইনিংস বড় করতে না পারা। ২০১৫ বিশ্বকাপের পর থেকে বলা চলে খোলনলচে বদলে গেছেন তামিম। ব্যাটিংয়ে তিনি এখন স্থিতধী, পরিণত ব্যাটসম্যানের মূর্তি।
অভিজ্ঞতা, পরিশ্রম, ধৈর্য্যের সম্মিলনে তামিমের ব্যাটে এখন রানের ফোয়ারা বইছে। সম্প্রতি ব্যাট হাতে ক্যারিয়ারের সবচেয়ে ধারাবাহিক সময় কাটছে তার। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তা আবারও প্রমাণ করেছেন তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান তামিমের। তিন ম্যাচে দুটি সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরিসহ ২৮৭ রান করেছেন তিনি। যা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ।
ওয়ানডে ইতিহাসে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৩৬০ রান পাকিস্তানের ফখর জামানের। ঘরের মাঠে ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি। এই তালিকায় চারে নাম রয়েছে তামিমের। ২০১৫ সালে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ৩১২ রান করেছিলেন এই ওপেনার। এবার উইন্ডিজদের বিরুদ্ধে ২৮৭ রানটা ঠাঁই পেল তালিকার নয় নম্বরে।
এই সিরিজে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেঁধে রেকর্ডও গড়েছেন। ওয়ানডে ইতিহাসে তিন ম্যাচের সিরিজে যে কোনো জুটির সর্বোচ্চ সংগ্রহ এখন বাংলাদেশের দুই বাঁহাতি ব্যাটসম্যানের দখলে। তিন ম্যাচে তারা করেছেন ৩৮৫ রান। এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৭২ রান দক্ষিণ আফ্রিকার আমলা-ডি ককের। যেটি তারা করেছেন ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধেই।
উইন্ডিজদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন তামিম। দ্বিতীয় ম্যাচে ৫৪ ও গত শনিবার শেষ ম্যাচে ১০৩ রান করেছেন তিনি। এই সিরিজে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১০ ও ১১তম সেঞ্চুরি। ম্যাচ শেষে বাঁহাতি এই ওপেনার বলেছেন, দলের চাওয়াই ছিল লম্বা সময় ব্যাটিং করা। নিজের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সকে কঠোর পরিশ্রমের ফসল বলেই উল্লেখ করেছেন তিনি।
দলীয় পরিকল্পনাতেই তামিম লম্বা ইনিংস খেলেছেন। তিনি বলেছেন, ‘আমি যা করতে চেয়েছি এবং আমার দল আমার কাছে যা চেয়েছে, তা হলো লম্বা সময় ব্যাট করা। এটাই ছিল পরিকল্পনা। আমি সেটা সফলভাবে করতে পেরেছি। ভালো লেগেছে।”
তামিমের ১১ সেঞ্চুরির আটটিতেই বাংলাদেশ জিতেছে। যা ব্যাটসম্যান হিসেবে বড় অর্জন ও তৃপ্তির পরিসংখ্যান অভিজ্ঞ এই ব্যাটসম্যানের জন্য।
তামিম বলেছেন, ‘সব সময় বলেছি যে যখন দল জেতে এবং তাতে রান করি, এটা হলো সবচেয়ে সেরা অনুভূতি। তিনটি ম্যাচেই যে ধৈর্য নিয়ে আমি খেলতে পেরেছি, কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। টেস্ট ম্যাচে ব্যর্থতার পর সবাই অনেক কষ্ট করেছে। আমি রান পেয়েছি। কিন্তু যারা পায়নি, তারাও অনেক কষ্ট করেছে।’
দ্বিতীয় ম্যাচ হারলেও নাকি দলের সবার বিশ্বাস ছিল সিরিজ জিতবে বাংলাদেশ। তামিম বলেছেন, ‘প্রথম ওয়ানডেতে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দ্বিতীয় ওয়ানডেও আমাদের জেতা উচিত ছিল। তবে ওই হারের পর কেউ বিশ্বাস হারাননি। সবাই বিশ্বাস করেছে যে শেষ ম্যাচে আমরা জিততে পারি।’
ক্যারিবিয়ানে তিন ম্যাচ সিরিজে
সর্বোচ্চ রান
নাম                     রান        প্রতিপক্ষ         সাল
তামিম ইকবাল       ২৮৭      ওয়েস্ট ইন্ডিজ   ২০১৮
দিনেশ রামদিন       ২৭৭      বাংলাদেশ       ২০১৪
দ্বিপক্ষীয় তিন ম্যাচ সিরিজে
সর্বাধিক রানের জুটি
ব্যাটসম্যান         রান      জুটি     প্রতিপক্ষ      সাল
তামিম-সাকিব    ৩৮৫    দ্বিতীয়   ওয়েস্ট ইন্ডিজ ২০১৮
আমলা-ডি কক   ৩৭২    প্রথম    বাংলাদেশ     ২০১৭
আমলা-ডি কক   ৩৬৮    প্রথম    ভারত           ২০১৩

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat