নাশকতা মামলায় ওয়ার্ড কাউন্সিলর মেহেরুন্নেছা কারাগারে
নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন্নেছা হককে কারাগারে পাঠিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুম কায়েস এ আদেশ দেন।
রাজধানীর পল্লবীর একটি নাশকতা মামলায় ওয়ার্ড কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা আজ আত্মসমর্পণ পূর্বক জামিন চাইলে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়।
পল্লবী থানার মামলা নম্বর ৩৭(৫)১৮ ধারা ১৫ (৩) এর বিশেষ ক্ষমতায় মামলায় ইতিপুর্বে বেগম মেহেরুন্নেছা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হলে আজ তিনি আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।