নিজস্ব প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হাজীমারা বংশী ব্রিজ এলাকা থেকে পাচারকালে ১০ লাখ বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে পুলিশ।
এ সব পোনা একটি মিনি ট্রাকে পাচার করা হচ্ছিল। ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ দেখে পাচারকারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, মেঘনানদী থেকে একটি চক্র অবৈধভাবে চিংড়ি পোনা আহরণ করছে। নদীতে নিয়মিত অভিযান চালিয়েও তা বন্ধ করা কঠিন হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে পাচারকালে একটি মিনি ট্রাক থেকে প্রায় ১০ লাখ চিংড়ি জব্দ করা হয়। পোনাগুলো উপজেলার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।