- প্রকাশিত : ২০১৮-০৮-১৭
- ৪৭৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ফিরেছে আয়ারল্যান্ড উলভস
স্পোর্ট ডেস্ক:-পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছিল ২-২ সমতায়। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ জিততে পারেনি কেউ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস মেথডে বাংলাদেশ ‘এ’ দলকে ৫১ রানে হারিয়ে সমতায় (১-১) ফিরেছে আয়ারল্যান্ড উলভস। শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচ।
মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে স্বাগতিকদের ২০৩ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে সৌম্য সরকারের দল ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান তোলার পর বৃষ্টি-বাধায় শেষ হয়ে যায় ম্যাচ।শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ২ ওভারে ২৪ রান তুলে ফেলেন সৌম্য ও মুমিনুল মিলে। ইনিংসের তৃতীয় ওভারে মুমিনুল ১৪ রান করে সাজঘরে ফেরার পরই শুরু হয় সফরকারী দলের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।৮ বল মোকাবেলায় একটি ছয় ও একটি চারে ১৪ রান করে মুমিনুল ম্যাকব্রিনের বলে দিলানির হাতে ক্যাচ দেন। দলের আর ২ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সৌম্য। অধিনায়ক করেন ৮ বলে ১১ রান। তিনে ব্যাট করা নাজমুল হোসেন শান্ত রাখের খাতাই খুলতে পারেননি। মোহাম্মদ মিথুন ৬, জাকির হাসান ১৪, আফিফ হোসেন ৩, আল আমিন (জুনিয়র) ১২ করে ফিরলে বাংলাদেশ এ দলের স্কোর হয়ে যায় ৬২/৭।জয়ের আশা যখন ছেড়েই দিয়েছে বাংলাদেশ তখন উইকেটে থিতু হয়ে হারের ব্যবধান কমান সাইফউদ্দিন ও নাঈম হাসান মিলে। দুজন অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৪২ রান। ১৫ ওভারে ৭ উইকেটে ১০৪ রান তোলার পর শুরু হয় বৃষ্টি।ম্যাকব্রিন ও ডিলানি নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ডকরেল, সিমি সিং ও ম্যাকার্থি।টস হেরে ব্যাটিংয়ে নেমে সম্মিলিত পারফরম্যান্সে ৬ উইকেট হারিয়ে ২০২ রান তোলে আয়ারল্যান্ড। স্টুয়ার্ট থমসন ৪৭, উইলিয়াম পোর্টারফিল্ড ৪৫, দিলানি ৩৭, কেভিন ও’ ব্রায়েন ৩০ রান করেন।পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ৩ ওভারে ২৭ খরচায় দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..