ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-০৮-১৭
  • ৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে : মোহাম্মদ নাসিম
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে ১৪ দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, দুনিয়ার কোনো শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকাতে পারবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এবারও কেউ নির্বাচন ঠেকাতে পারবে ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা অতীতের মত জ্বালাও পোড়াও করতে দেওয়া হবে না।
 মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। নির্বাচন করার অধিকার সবার আছে। নির্বাচন সংবিধান অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ইসির প্রতি অনুরোধ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতি নিন। সার্বিক সহযোগিতা করবে ১৪ দল। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চক্রান্ত শুরু হয়ে গেছে। দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে ১৪ দল কাজ করছে এবং করবে। তিনি বলেন, এখন অনেকে অনেক কথা বলেন। কিন্তু যেদিন ইমডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, খুনীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলো তখন কোথায় ছিল তাদের মানবাধিকার, কোথায় ছিল তাদের তত্ত্ব। তিনি বলেন, বঙ্গবন্ধু হলেন হিমালয়ের মতো উঁচু। হিমালয়ের নিচে বসে কোন অন্ধ যদি হিমালয়ের উচ্চতা পরিমাপ করতে না পারে সেটা অন্ধের দোষ। তিনি বলেন, জাতির দুর্ভাগ্য জাতীয় শোক দিবসের দিন একটি দল ও তাদের নেত্রী ভূয়া জন্মদিনের নামে কেক কেটে উল্লাস করে। এটা কী গণতন্ত্র? গণতন্ত্র মানে কী হত্যা ষড়যন্ত্র করা? গণতন্ত্র মানে কি জাঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করা? গণতন্ত্র মানে কী হাওয়া ভবন তৈরি করা? তিনি বলেন, আমরা আর কোনো উদারতা দেখাবো না। উদারতা দেখিয়ে বঙ্গবন্ধুকে হারিয়েছি। সুতরাং সকল অপরাজনীতি, ষড়যন্ত্র ও অপশক্তিকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এখন থেকে মাঠে-ময়দানে ১৪ দল সতর্ক থাকবে।
 জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করতে হয় আমাদের প্রয়োজনে। বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৫ আগস্টে জাতির পিতাসহ যারা নিহত হয়েছেন তারা অমর। তিনি বলেন, ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলা করা আমাদের রাজনৈতিক কর্তব্য। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ১৪ দলের অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat