ফের বাংলাদেশের মাঠে খেলতে দেখা যেতে পারে ফরোয়ার্ড সনি নর্দেকে
স্পোর্ট ডেস্ক:বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল, ফের বাংলাদেশের মাঠে খেলতে দেখা যেতে পারে হাইতির ফরোয়ার্ড সনি নর্দেকে। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে সোনির কথাবার্তা এগোচ্ছে।
চলতি বছরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে বসু্ন্ধরা। ইতিমধ্যে বিগ বাজেটের দল গড়ে ফুটবল মহলে হইচই ফেলে দিয়েছে ক্লাবটি।চলতি মাসেই নাকি ঢাকায় পা রাখার কথা সনির। তবে একা নয়, তার সঙ্গে আসার কথা হাইতির জাতীয় দলের হয়ে খেলা স্ট্রাইকার কেলভোন বেলফোর্ট ও ডিফেন্ডার জুদেলিন আভাসকার।বেলফোর্ট গত মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরের হয়ে খেলেছেন। ডিফেন্ডার আভাসকা খেলেছেন উকুয়েডরের লিগে। বসুন্ধরা ক্লাবের দাবি, সনির সঙ্গে তাদের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে।বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলছেন, সনিকে চলতি মাসেই ঢাকায় আসতে বলা হয়েছে। তিনিও মৌখিকভাবে আসবেন বলে জানিয়েছেন। এ ছাড়া আমাদের দলে ইরাকের জাতীয় দলের এক ফুটবলারের খেলাও প্রায় পাকা হয়ে গিয়েছে।
এর আগে বাংলাদেশের শেখ রাসেল ও শেখ জামালের জার্সিতে দুই মৌসুম খেলেছিলেন সনি। ২০১৪-র শুরুতে আইএফএ শিল্ডে শেখ জামালকে প্রায় একাই ফাইনালে তুলেছিলেন তিনি। সে বছরই মোটা অঙ্কের চুক্তিতে পশ্চিমঙ্গের ক্লাব মোহনবাগান তুলে নেয় সনিকে। চার বছর পর আবার বাংলাদেশ তাঁকে পাওয়ার জন্য ঝাঁপাচ্ছে।কোচ নির্বাচনের ক্ষেত্রেও বসুন্ধরা চমক দিচ্ছে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন সম্ভবত তাদের পরবর্তী কোচ। মালদ্বীপ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব নিউ রেডিয়ান্টের কোচ ছিলেন তিনি। ৪১ বছর বয়সী ব্রুজোন মালদ্বীপ ছাড়াও মুম্বই ফ্র্যাঞ্চাইজির কোচ ছিলেন।স্প্যানিশ ক্লাব মায়োর্কার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। যদিও ব্রুজোনের নামটা এখনই আনুষ্ঠানিকবাবে ঘোষণা করেনি ক্লাব বসুন্ধরা।