- প্রকাশিত : ২০১৮-০৮-৩০
- ৪৩৮ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
দেশের সেবাখাতগুলোর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত
নিউজ ডেক্স:- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র এক জরিপে দেশের সেবাখাতগুলোর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত বলে উল্লেখ করা হয়েছে।‘সেবাখাতে দুর্নীতি-জাতীয় খানা জরিপ ২০১৭’ শীর্ষক এ প্রতিবেদনে দুর্নীতিতে এর পরের অবস্থানে রয়েছে পাসপোর্ট, বিআরটিএ এবং বিচারিক সেবা।বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়।সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, ধনী ব্যক্তিদের তুলনায় নিম্ন আয়ের মানুষ দুর্নীতি ও ঘুষের শিকার হয় বেশি।
সরকারের ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এ দুর্নীতি কমানো সম্ভব নয় বলে মত প্রকাশ করেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..