সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা
নিজস্ব প্রতিনিধি:-দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক , প্রকাশক ও আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিকরা। শুক্রবার ১২ টার দিকে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- চেতনায় ঈশ্বরদী পত্রিকার সম্পাদক ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক জিন্নাহ, দৈনিক উন্নয়নের কথা পত্রিকার সম্পাদক অধ্যাপক আবুল হাসেম, সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার।দাশুড়িয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি ও ঈশ্বরদীর কাগজ সম্পাদক কে এম বাশার, সহ-সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ও সময়ের ইতিহাস সম্পাদক শেখ মহসীন, কোষাধ্যক্ষ ও স্বকাল বাংলা সম্পাদক মিশুক প্রধান, সাংগঠনিক সম্পাদক ও পদ্মার খবরের সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আলোকিত বাংলাদেশের ঈশ্বরদী প্রতিনিধি আলমাস আলী, আমাদের ঈশ্বরদী পত্রিকার সম্পাদক দেব দুলাল রায়, ভোরের পাতা ঈশ্বরদী প্রতিনিধি ময়নুল ইসলাম মিন্টু, চেতনায় ঈশ্বরদীর বার্তা সম্পাদক ও দৈনিক আজকালের প্রতিনিধি ওহিদুজ্জামান টিপু, বাংলানিউজ-২৪ ঈশ্বরদী প্রতিনিধি টিপু সুলতান, ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরের বার্তা সম্পাদক রিয়াদ ইসলাম, দৈনিক বাংলাদেশের খবরের ঈশ^রদী প্রতিনিধি গোপাল অধিকারী, সাংবাদিক মাহফুজুর রহমান শিপনসহ সাংবাদিক, খেলাঘর ঈশ্বরদী শাখার কর্মকর্তা-সদস্য, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজকর্মী,সাহিত্য-সাংস্কৃতিক কর্মীরা সংহতি প্রকাশ করে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।সাংবাদিক সূবর্ণা নদী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, হামলাকারীরা যেই হোক না কেন তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন করতে হবে। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনে আইন করে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এজন্য সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।