- প্রকাশিত : ২০১৮-০৯-০৫
- ৩৯৩ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি:-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর ভাইস প্রেসিডেন্ট Sir Daniel Grian Alexander-এর নেতৃত্বে ১৩ সদস্যের এক প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর বারিধারাস্থ বাসভবনে সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এআইআইবি’র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের বর্তমান অগ্রগতির ভূয়সী প্রসংসা করে আগামীতে একসাথে আরো কাজ করার আশা ব্যক্ত করেন। বর্তমানে এআইআইবি’র অর্থায়নে ‘Distribution System Upgrade and Expansion Project এবং ‘Natural Gas Infrastructure and Efficiency Improvement Project’ নামক দু’টি প্রকল্প চলমান।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে। বিতরণ লাইন ভূগর্ভস্থ করা, স্মার্ট গ্রিড, ইলেকট্রনিক ভিহাইকেল, নেট মিটারিং, মিনি গ্রিড ইত্যাদি দ্রুত প্রসারমান। ভিশন-২০৪১কে স্পর্শ করতে বিদ্যুৎ খাতে ৮২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। ইনোভেটিভ কাজে উৎসাহ প্রদান করে ও আধুনিক বৈদ্যুতিক যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে এ ব্যাংক অবদান রাখতে পারে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..