- প্রকাশিত : ২০১৮-০৯-০৬
- ৪৮৩ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বাশার আল আসাদকে হত্যার পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জতিক ডেস্ক:-লেখক-সাংবাদিক বব উডওয়ার্ডের বইয়ে দাবি করা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যার পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার রাতে এক বিবৃতিতে ট্রাম্প জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কারও সাথেই তিনি এরকম কোনো বিষয় আলোচনা পর্যন্ত করেননি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও অস্বীকার করেছেন পুরো বিষয়টি।১১ সেপ্টেম্বর প্রকাশের দিনক্ষণ নির্ধারিত থাকলেও মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট পত্রিকা বব উডওয়ার্ডের লেখা ‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ বইটির কিছু অংশ প্রকাশ করে। আর তার পর থেকেই পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ওয়াটারগেট কেলেঙ্কারি প্রকাশের জন্য খ্যাতি অর্জন করা সাংবাদিক বব উডওয়ার্ডের এই বইটি।বইটিতে দাবি করা হয়েছে, ২০১৭ সালে সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলার পর ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যা করতে প্রতিরক্ষামন্ত্রীকে বলেছিলেন।তবে ট্রাম্পের সেই কথায় কান না দিয়ে তার বদলে সিরিয়ায় স্বল্প আকারে বিমান হামলার পরিকল্পনা করেন জেমস ম্যাটিস।এসব দাবি অস্বীকার করে ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প নতুন এই বইয়ের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, বইটি ‘জনগণের সঙ্গে ধোঁকাবাজি’।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..