- প্রকাশিত : ২০১৮-০৯-০৮
- ৩৮৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের সাবেক উপদেষ্টা জর্জ প্যাপাডোপোলাসকে ১৪ দিনের কারাদণ্ড
আন্তর্জতিক ডেস্ক:- মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে লন্ডনে মন্তব্য করে তদন্ত উস্কে দেয়ার দায়ে ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জর্জ প্যাপাডোপোলাসকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই’কে মিথ্যা বলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেয়া হয়েছে।শুক্রবার দেয়া রায়ে কারাদণ্ড শেষে প্যাপাডোপোলাসের ১২ মাসের তত্ত্বাবধানের শর্তে মুক্তি, ২শ’ ঘণ্টার কমিউনিটি সেবা ও সাড়ে ৯ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।আদালতে নিজেকে ‘দেশপ্রেমিক আমেরিকান’ দাবি করে প্যাপাডোপোলাস বলেন, মিথ্যা বলে ভুল করেছেন তিনি।২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সময় ট্রাম্পের প্রথম সহকারি হিসেবে আটক হন জর্জ প্যাপাডোপোলাস।লন্ডনের একটি পাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা নিয়ে মন্তব্য করে তিনি এ নিয়ে তদন্ত উস্কে দেন বলে তখন অভিযোগ ওঠে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..