- প্রকাশিত : ২০১৮-০৯-১২
- ৩৬৪ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রতিবেশীসহ সকল দেশের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চায় :বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়ে প্রতিবেশীসহ সকল দেশের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, এলডিসি থেকে পাঁচটি দেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, এর মধ্যে একমাত্র বাংলাদেশ একত্রে তিনটি শর্ত পূরণ করেছে। ২০২৪ সালে বাংলাদেশ পরিপূর্ণভাবে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন বাংলাদেশের জিএসপি সুবিধা থাকবে না। তবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা পাবে। অন্যান্য দেশের সাথে এফটিএ স্বাক্ষর করে বিশ^বাণিজ্যে এগিয়ে যাবে।
বাণিজ্যমন্ত্রী আজ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ন্যাশনাল কনভেশন সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মেম্বার অভ্ ম্যানেজিং বোর্ডের প্রেসিডেন্ট বরগে ব্রেনডি -এর সঞ্চালনায় জিওস্ট্রাটেজিক ডিসকাশনে বক্তৃতা প্রদানের সময় এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে সফলভাবে এগিয়ে যাচ্ছে। গত বছর বাংলাদেশ ৩৬ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, সেবা খাতসহ মোট রপ্তানি ৪১ বিলিয়ন মার্কিন ডলার। ব্যাংকে রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের বেশি, রেমিটেন্স ১৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..