- প্রকাশিত : ২০১৮-০৯-১৪
- ৩৮০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
সরকার সৎ ও দক্ষ সমবায়ীদের পৃষ্ঠপোষকতা করছে : প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
নিজস্ব প্রতিনিধি:-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকার সৎ ও দক্ষ সমবায়ীদের পৃষ্ঠপোষকতা করছে। অসৎ ও মতলববাজ সমবায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার।
প্রতিমন্ত্রী আজ রংপুর মহানগরের আলমনগরে রংপুর ড্রাগ কেমিক্যাল কোঅপারেটিভ সোসাইটি (আরডিসিসিএস) লিমিটেড পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনকে বিকশিত করতে হবে। ইতিমধ্যে সরকার সমবায়ীদের কল্যাণে যুগোপযোগী সমবায় আইন প্রণয়ন কাজ শুরু করেছে। এ আইন প্রণীত হলে সমবায়ের নামে কেউ সমবায়ীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। তিনি সমবায়ীদেরকে সরকারের চলমান সমবায় আন্দোলনকে গতিশীল করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..