ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৮
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের কাছে হেরে শ্রীলঙ্কার বিদায়
স্পোর্ট ডেস্ক:-আফগানিস্তানের কাছে হেরে সবার আগে এশিয়া কাপ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। হাথুরুসিংহের শিষ্যদের সোমবারের হারটি ৯১ রানের। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানে হেরেছিল লঙ্কানরা। এই জয়ে রশিদ-নবিদের আফগানিস্তানের সুপার ফোরে যাওয়া নিশ্চিত হয়ে গেল। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে এমনিতেই সুবিধাজনক অবস্থানে ছিল, আফগানরা জিতে যাওয়ায় টাইগারদেরও সুপার ফোর রাউন্ড নিশ্চিত। গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে, ওই ম্যাচটি এখন অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর রাউন্ডে যাওয়ার মহড়া। আবু ধাবিতে শুরুতে ব্যাট করে ইনিংসের শেষ বলে গুটিয়ে যাওয়ার সময় ২৪৯ পর্যন্ত যেতে পারে আফগানিস্তান। সেটাই যথেষ্ট হল। শ্রীলঙ্কা ৪১.২ ওভারে ১৫৮ রানের বেশি এগোতে পারেনি। লক্ষ্য তাড়া করতে নেমে কুশল মেন্ডিস রানের খাতা খোলার আগেই ফিরে গেলে ধাক্কা খায় লঙ্কানরা। পরে থারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা ৫৪ রানের জুটিতে আশা জাগান। কিন্তু ধনঞ্জয়া ২৩, থারাঙ্গা ৩৬ রানের বেশি টেনে নিতে পারেননি ইনিংস। অধিনায়ক ম্যাথুজ ২২, কুশল পেরেরা ১৭, শেহান জয়াসুরিয়া ১৪ ও থিসারা পেরেরা ২৮ রানে ফিরে আস্থার প্রতিদান দিতে পারেননি। মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি ও রশিদ খান প্রত্যেকে ২টি করে উইকেট তুলে নিয়ে দলের জয় ত্বরান্বিত করেছেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ শেহজাদ এবং ইহসানুল্লাহ ৫৭ রানের জুটি গড়েন। শেহজাদ ৪৭ বলে ৩৪ রানে ফিরে গেলে রহমতকে নিয়ে ইহসানুল্লাহ ৫০ রানের জুটি গড়েন। রহমত ৯০ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন। ৬৫ বলে ৪৫ করেন ইহসানুল্লাহ। তখন অধিনায়ক আসগর আফগান ৫ বলে ১ করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে আফগানিস্তান। হাসমাতুল্লাহ শাহিদী ৫২ বলে ৩৭, আর শেষদিকে রশিদ খানের ৬ বলে ১৩ রানে আফগানিস্তান শেষঅবধি লড়াকু পুঁজিই পায়। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বল করা লাসিথ মালিঙ্গা ১০ ওভারে ৬৬ রানে ১ উইকেট পান। অকিলা ধনঞ্জয়া ১০ ওভারে ৩৯ রানে ২টি আর দুশমন্ত চামিরা ৪৩ রানে নেন ১ উইকেট। তবে সবচেয়ে সফল ছিলেন থিসারা পেরেরা, ৯ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat