ক্ষেপনাস্ত্র কর্মসূচি বন্ধ করতে প্রধান পরীক্ষা এবং উদ্বোধন কেন্দ্র বন্ধ করতে সম্মত হয়েছে উত্তর কোরিয়া
আন্তর্জতিক ডেস্ক:-ক্ষেপনাস্ত্র কর্মসূচি বন্ধ করতে প্রধান পরীক্ষা এবং উদ্বোধন কেন্দ্র বন্ধ করতে সম্মত হয়েছে উত্তর কোরিয়া। গতকাল বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এই তথ্য জানিয়েছেন। এছাড়া একটি পরমাণু কেন্দ্রও বন্ধ করতে রাজি হয়েছেন কিম। খবর বিবিসি’র
প্রেসিডেন্ট মুন জানিয়েছেন, পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হয়েছেন। কিম জং উন উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা করতে চান। এছাড়া কিম ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনিই প্রথম উত্তর কোরীয় নেতা হবেন যিনি সিউল সফরে যাবেন। দুই নেতা সম্মত হয়েছেন যে, উত্তর কোরিয়া স্থায়ীভাবে ক্ষেপনাস্ত্র পরীক্ষা এবং উদ্বোধনের মূল কেন্দ্র ‘টনচং’ বন্ধ করে দেবে। সংশ্লিষ্ট দেশের বিশেষজ্ঞদের সামনেই এই কেন্দ্র বন্ধ করা হবে। এখান থেকেই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল কিম জং উনের সরকার। ২০১২ সাল থেকে এটি মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।উত্তর কোরিয়া ‘ইয়ংবিয়ং’ নামের একটি পরমাণু কেন্দ্রও বন্ধ করতে রাজি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগ নেয় তাহলেই এটি বন্ধ করবেন কিম জং উন। বর্তমানে পিয়ংইয়ংয়ে তিন দিনের সফরে আছেন প্রেসিডেন্ট মুন। গত এক দশকের মধ্যে এই প্রথম দক্ষিণের কোনো প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করলেন। গতকালের বৈঠকে তারা দ্বিপাক্ষিক কয়েকটি চুক্তিও স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল এক টুইটার বার্তায় উত্তর কোরিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। চীনও দুই নেতার বৈঠককে স্বাগত জানিয়েছে।