ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-১০-০৭
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির মূল পুঁজি এখন গুজব সন্ত্রাস : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মূল পুঁজি এখন গুজব সন্ত্রাস। তবে যতো নালিশ, নাশকতার পরিকল্পনা, গুজব সন্ত্রাস চালানো হোক না কেন কোনো কাজ হবে না। ক্ষমতার মঞ্চে পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। ক্ষমতা পরিবর্তনে নির্বাচনের বিকল্প না থাকায় বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।
রবিবার উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আমির কমপ্লেক্স এলাকায় দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নিবার্চনের আগে অন্তর্বর্তী কিংবা অন্য কোনো সরকার হবে না। সরকার যেটা আছে শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকারই থাকবে। আগামী জানুয়ারি মাসের ২৭ তারিখের আগে যেকোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তারিখ ঘোষণা করে ইসি নির্বাচনী কাজ করবে। আর এই সরকার তার রুটিন কাজ করবে। সরকারের দায়িত্বে এরিয়া বদলে যাবে। মেজর দায়িত্ব থেকে সাধারণ দায়িত্ব, রুটিন দায়িত্ব পালন করবে। হয়তো সাইজটা একটু ছোট হবে। অক্টোবরের শেষ সপ্তাহে হতে পারে।’
দলের নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যারা দলীয় মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাদের কাউকে ছাড় দিবেন না শেখ হাসিনা। নিজেদের মধ্যে আলাদা দলবাজি করবেন না। চাঁদাবাজি করবেন না। ক্ষমতার দাপট দেখাবেন না, এর ফল ভালো হবে না।
তিনি বলেন, মশারির মধ্যে মশারি, ঘরের মধ্যে ঘর চলবে না, তাফালিং করবে না, ক্ষমতার অপব্যবহার করবেন না, পরিণতি ভাল হবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন, দলীয় মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহীদের ক্ষমা নেই। আর শোডাউনে কারো নমিনেশন হবে না। শোডাউনের নামে যারা বিশৃঙ্খলা করবে, তাদের নম্বর কাটা যাবে। কয়েকটা সংস্থা এখানে মনিটরে আছে, কারা কি করছে সব দেখছি। প্রার্থীদের বলবো, সমর্থকদের থামান। না হলে কিন্তু আপনার নম্বর কাটা যাবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে দেশ ও গণতন্ত্র নিরাপদ না। অন্যের আন্দোলন, গুজবের ওপর ভর করেও ব্যর্থ তারা। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাত্ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘের মহাসচিব যান ঘানা, তার নামে চিঠি এলো। আমি বলি এই চিঠি কি আকাশের ঠিকানায় এলো? জাতিসংঘের মহাসচিব কি আকাশের ঠিকানায় চিঠি লিখলেন? পরে দেখা গেল মহাসচিব নাই। একজন অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জানালেন। জাতিসংঘের মহাসচিবের নামে এই চিঠি ভুয়া।’ এ সময় উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুয়া, ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। ওবায়দুল কাদের একই স্লোগান দিয়ে বলেন, ‘যারা জাতিসংঘের মহাসচিবের নামে এ দেশের মানুষের কাছে মিথ্যাচার করে তারা ক্ষমতায় গেলে গণতন্ত্র নিরাপদ?’ সবাই না না বলে স্লোগান দেন। দেশের মানুষ নিরাপদ? আইনের শাসন নিরাপদ?
বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ১০ বছরে আন্দোলন হয়নি, আর হবেও না। তাদের আন্দোলন হবে নির্বাচনের পর। বিএনপি মাসের পর মাস আন্দোলনের ঘোষণা দিয়ে আসছে। কিন্তু বাস্তবায়ন করতে পারে না। বিএনপির কথা এখন আর কেউ বিশ্বাস করে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat