- প্রকাশিত : ২০১৮-১০-২৩
- ৩৯২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় খুব বেশি পরিবর্তনও হবে না : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:-নির্বাচনকালীন সরকার বিষয়ে ২৬ অক্টোবর আওয়ামী লীগের যৌথ সভায় আলোচনার পর সিদ্ধান্ত হবে। সেই সরকারের মন্ত্রিসভায় খুব বেশি পরিবর্তনও হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, পরিবহন শ্রমিকদের আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হবে, এটা শতভাগ নিশ্চিত। সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে। বিএনপি নেতারাই বলেছেন, নির্বাচনের এবং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। বিএনপিকে আমরা দুর্বল মনে করছি না। বিএনপি শক্ত প্রতিপক্ষ।’
এ সময় কাদের বলেন, ‘নির্বাচনে আসা বিএনপির গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার। বিএনপিকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনার কিছু নেই।’
সংসদ বহাল থাকা অবস্থায় মন্ত্রী-এমপিরা নির্বাচনী প্রচারণায় সরকারি নিরাপত্তা ও অতিরিক্ত সুবিধা পাবে, অন্যদিকে মামলার শিকার হচ্ছেন বিএনপি নেতারা। এতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে কি না প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের সময় সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবে। প্রচারণায় সরকারি দল যে সুযোগ-সুবিধা পাবে, বিরোধীদলও সেই সুযোগ-সুবিধা পাবে। লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো ব্যত্যয় হবে না। মন্ত্রীরা নিরাপত্তাজনিত কিছু বাড়তি সুবিধা পাবেন। তবে নির্বাচনী এলাকায় সার্কিট হাউস ব্যবহার করতে পারবেন না।’
অপর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ওপর বিদেশি কোনো চাপ নেই।’
নির্বাচন কমিশনে কমিশনারদের মতবিরোধ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা বিউটি অব ডেমোক্রেসি। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে মতবিরোধ থাকতেই পারে। এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নয় যে এক সদস্য ভেটো দিলে সিদ্ধান্ত কার্যকর হয় না।’
নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সংশয়মূলক বক্তব্যের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘এরশাদের এই বক্তব্য তাঁর নিজস্ব। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’
এদিকে আগামী ২৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সংসদীয় দলের (পার্লামেন্টারি পার্টি) যৌথ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..