ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-১০-৩০
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোন সংলাপই ব্যর্থ হয়নি, এই সংলাপও ব্যর্থ হবেনা : আবদুর রব
নিউজ ডেস্ক:-ধানমন্ত্রীর সঙ্গে সংলাপ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঐক্যফ্রন্ট্রের মুখপাত্র জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, কোন সংলাপই ব্যর্থ হয়নি, এই সংলাপও হবেনা। মঙ্গলবার সন্ধ্যায় সংলাপে যাওয়া নিয়ে চূড়ান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বিকেল ৪ টায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত৷ তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ড. কামাল সহ ১৬ সদস্যদের প্রতিনিধি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যাবে ঐক্যফ্রন্ট। সংলাপে অংশ নিচ্ছে বিএনপিও। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপি থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ অবশ্যই থাকবেন। সেই সাথে মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়ও থাকতে পারেন। এছাড়া গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য এবং ঐক্য প্রক্রিয়া থেকে প্রতিনিধিরা সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন মুখপাত্র আ স ম আব্দুর রব।
আ স ম রব বলেন, সংলাপে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৭ দফার ভিত্তিতে অালোচনা হবে। আমরা সংলাপের আহ্বান করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। তিনি আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন আলোচনার দ্বার খুলবে। দেশে ও গণতন্ত্রের স্বার্থে অালোচনা হতে হবে। সংসদ নির্বাচনে সামনে রেখে যেন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এটা নিয়ে আলোচনা হবে। এরপর আমরা রাজশাহী, বরিশাল সহ পুরো দেশে জনসভা করবো। সুশীল সমাজ, ওলামা, পেশাজীবীদের সাথেও বৈঠক হবে৷ টানা দুই মামলায় বেগম খালেদা জিয়ার সাজা হওয়া নিয়ে রব বলেন, বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী। মাত্র দুই কোটি টাকার জন্য তিনি যে মামলার শিকার তা অন্যায়। তার বিরুদ্ধে রায় রাজনৈতিক প্রতিহিংসাবশত। এটা চলতে পারে না। অামরা নিন্দা জানাই। ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat