উল্লাপাড়ায় করতোয়া নদী থেকে দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার
নিউজ ডেস্ক:-উল্লাপাড়ায় করতোয়া নদী থেকে বৃহস্পতিবার দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরিচয় জানা যায়নি। তাদের বয়স হবে ২৫ থেকে ৩০ বছর।
তাদের একজনের পরনে জিন্সের প্যান্ট ও কালো রংয়ের টি শার্ট এবং অপরজনের খয়েরি রংয়ের প্যান্ট ও আকাশি রংয়ের টি শার্ট পরা ছিল। লাশ দুটি চর ঘাটিনা গ্রামের পাশে ভাসছিল।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, সকালে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ একটি লাশ চর ঘাটিনা সড়ক সেতুর পাশ থেকে এবং অপর যুবকের লাশ ঘাটিনা পালপাড়া শ্মশানের নিকট থেকে বেলা ১১টার দিকে উদ্ধার করে।
লাশ দুটি উজান থেকে ভেসে এসেছে বলে পুলিশের ধারণা। এই প্রতিবেদন লেখার সময় লাশ দুটি থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছিল।