লাইফস্টাইল ডেক্স:-প্রকৃতিতে ঠাণ্ডা হাওয়া, আর শীত ফ্যাশনে নতুনত্ব। শীতে উষ্ণতার আমেজ বাড়িয়ে দেয় মাফলারের
ব্যবহার।
আগে থেকেই এদেশে মাফলারের ব্যবহার হয়ে এসেছে। তবে এটি কেবল পুরুষরাই ব্যবহার করতো। যুগের পরিবর্তনে পাল্টে গেছে ধারণাটি। বরং ছেলে কিংবা মেয়ে উভয়ের গলায় ব্যবহার হচ্ছে বর্ণালী মাফলার।
শীতের কাপড়ের সাথে বাহারি রঙের মাফলার এখন সব বয়সের মেয়েদের কাছেই পছন্দের। অনেকেই ভাবো, শীতের পোশাকে ঢেকে যায় ভিতরে থাকা সুন্দর পোশাক। তাতেই ভাটা পড়ে শীতের ফ্যাশনে। এসব বিষয় ভেবেই শীতকালীন পোশাকে আরেকটু বৈচিত্র্য তুলে এনেছে ফ্যাশন হাউজগুলো।
শাল, মোজা, জ্যাকেট ও সোয়েটারের থেকে বরং মাফলার শীতকালীন ফ্যাশনকে আরও রঙ্গিন করেছে। উল ও সুতির এই দুই ধরণের মাফলার আমাদের দেশে ব্যবহার হয়। এগুলোয় থাকে রঙ ও নকশার বৈচিত্র্য।
গেল কয়েক বছরের শীতে বাহারি ফুল, লতাপাতা, মাটির খেলনাসহ ছাপান সুতির কাপড়ের মাফলার বাজারে দেখা যাচ্ছে। তাছাড়া স্ট্রাইপের পাশাপাশি চেক মাফলারের বিক্রিও হচ্ছে। কারুকাজ দেখা যাচ্ছে উলের মাফলারে। উল সুতার নকশার সাথে ব্যবহার করা হয়েছে কাপড়ের বাড়তি অংশেরও। আবার জরির ব্যবহারে কিছু মাফলারকে করা হয়েছে চাকচিক্যময়। রাতের পার্টিতে নিজের সাজকে ভারী করতে জরির কাজের মাফলার বেশ মানানশই।
সুতি কিংবা উল উভয় মাফলারের ঝালরের দুই প্রান্ত এবার আকর্ষণে কেড়েছে। সাদা, বেগুনি, লাল, কালো, কমলা, সবুজ, টিয়া, সাদা, গোলাপি রঙ মেশানো মাফলারগুলো সব পোশাকের সঙ্গেই মানিয়েছে। তবে কাজের পরিবেশ বিবেচনায় নিয়ে মাফলার বাছাই করো। অফিসে একরঙা কিংবা স্টাইপের সাধারণ মাফলার বেশ উপযোগী। তবে অন্য সময়ে ফ্যাশনেবল মাফলার ব্যবহার করতে পারো।
শীতের উষ্ণ সাজের পাশাপাশি বৈচিত্র্যময় নানা ঢঙের মাফলার খুঁজে পাবে ঢাকার বসুন্ধরা শপিংমল, যমুনা ফিউচার পার্ক, মেট্রো শপিংমল, পিংক সিটি, জাপান গার্ডেন সিটি, নিউমার্কেট, একস্ট্যাসি, ওয়েসটেকস ও গুলশান-১-এর মার্কেটে।