- প্রকাশিত : ২০১৮-১১-১৪
- ৫৫৩ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১
নিউজ ডেস্ক:-ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে আজ বুধবার ১১০ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অমল দাসের ছেলে ঝন্টু দাস (২৫)।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টবগি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলা-চরফ্যাসন মহাসড়ক থেকে হরিণের মাংসসহ ঝন্টুকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে সে মনপুরার অরণ্য থেকে এসব হরিণের মাংস এনে ভোলা সদরের দিকে যাচ্ছিল।
এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..