ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-১১-১৬
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পাদকদের সহযোগিতা চায় ঐক্যফ্রন্ট
নিজস্ব প্রতিনিধি:-অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবদলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচনের জন্য সম্পাদকদের কাছে সবধরনের সহযোগিতা চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। অন্যদিকে শত প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টকে নির্বাচনে থাকার পরামর্শ দিয়েছেন সম্পাদকরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টাল সম্পাদকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের মতবিনিময় অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে জাতীয় নির্বাচন ও সমকালীন রাজনীতি নিয়ে ঐক্যফ্রন্টের জন্য সাংবাদিকদের কাছে পরামর্শ চান নেতারা। সম্পাদকরা গণতন্ত্রের স্বার্থে ঐক্যফ্রন্টকে শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাওয়াসহ বেশকিছু পরামর্শ দেন। আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন পয়েন্ট এসেছে। যেমন একজন সাংবাদিক বলেছেন যে নির্বাচনের আগে সহিংসতা যেন না হয়। নির্বাচনের বিষয়ে মাঝে মাঝে ঐক্যফ্রন্টের কেউ বলেন এটা না করলে আমরা থাকব কিনা পুনর্বিবেচনা করব। এতে সাধারণ মানুষসহ সাংবাদিকরাও কনফিউজ হয়।’ বিডি নিউজ ২৪ ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালেদি সাংবাদিকদের বলেন, ‘আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। যেটা বলা উচিত যে ইনি আমাদের নেতা, এর নেতৃত্বে আমরা সরকার গঠন করব।’ ‘সাপ্তাহিকে’র সম্পাদক গোলাম মোর্তুজা সাংবাদিকদের বলেন, ‘শেষ পর্যন্ত যেন নির্বাচনে থাকে। এটা শুধু জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপির জন্য নয় বাংলাদেশের মানুষের জন্য নির্বাচনে থাকা জরুরি। প্রকৃত সত্য যেটা সেটা গণমাধ্যম তুলে ধরার চেষ্টা করবে। আপনারা যদি নির্বাচনে থাকার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে সেটা আপনাদের উপকারে আসবে।’ বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা জানান, এখনো সব দলের জন্য নির্বাচনী মাঠ তৈরী হয়নি, থামেনি বিরোধী পক্ষের ওপর মামলা ও গ্রেফতার আতঙ্ক আর পুরোপুরি স্বাধীন নয় গণমাধ্যমও, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগীতা চাওয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘জনগণ সত্যিকার অর্থে নির্ভয়ে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নির্বাচন সত্যিকার অর্থে অবাধ, নিরপেক্ষ হয় আশা করি সংবাদপত্র এসব ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সব রকমের সহযোগিতা আমরা চেয়েছি।’ দেশে যাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে লক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথেও বৈঠক চালিয়ে যাবে ঐক্যফ্রন্ট। সম্পাদকদের আরো উপস্থিত ছিলেন নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএজ সম্পাদক নুরুল কবীর,  সাপ্তাহিক বুধবার সম্পাদক আমির খসরু, ইনকিলাবের সহকারী সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, বাংলাদেশের খবরের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat