ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-১১-১৭
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ”চন্ডালিকা” মঞ্চায়ন
প্রবাস ডেক্স:- বাংলাদেশ হাই কমিশন, সিঙ্গাপুর এর উদ্যোগে ১৬ নভেম্বর ২০১৮ তারিখে স্থানীয় একটি অডিটোরিয়ামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নৃত্যনাট্য ”চন্ডালিকা” মঞ্চায়িত হয়েছে। বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য ও দেশের মানুষের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্যকে বিদেশীদের নিকট তুলে ধরার প্রয়াসে, বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক মনোনীত নৃত্যনন্দন শিল্পগোষ্ঠীর শিল্পীবৃন্দ তাঁদের সাবলীল অভিনয় ও নৃত্যকলার মাধ্যমে চন্ডালিকা নৃত্যনাট্যটি উপস্থাপন করে দর্শকদের ভ‚য়সী প্রশংসা লাভ করেন। অনুষ্ঠানের শুরুতে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে স্বাগত জানান। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে বিভিন্ন জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যই সবাইকে একসূত্রে গ্রোথিত রেখেছে বলে তিনি উল্লেখ করেন। হাই কমিশনার মঞ্চায়িত নৃত্যনাট্যের ¯্রষ্টা নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের উপরও আলোকপাত করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনীতিক, সরকারী কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথী, সংস্কৃতিসেবী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে বিদেশী অতিথিদের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপ্যায়িত করা হয়। বিদেশের মাটিতে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলা এবং সুন্দরভাবে উপস্থাপনের জন্য মান্যবর হাই কমিশনার শিল্পী ও কলাকুশলীগণকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও হাই কশিমন এ ধরণের আরও অনুষ্ঠান আয়োজনে সচেষ্ট থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat