ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-১১-১৭
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাস ভাড়া করে শাশুড়িকে হত্যা, পরে করলেন মামলা
নিউজ ডেস্ক:-ঢাকার আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ছুঁড়ে ফেলে, মেয়েকে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহত জরিনার মেয়ের জামাই মো. নূর ইসলাম (২৯), বেয়াইন আমেনা বেগম (৪৮) ও মেয়ের বিয়ের ঘটক মো. স্বপনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত বাসটিও (ঢাকা মেট্রো জ- ১১-১৭৯২) আটক করেছে পিবিআই কর্মকর্তারা। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের প্রধান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার। বনজ কুমার মজুমদার জানান, নিহত জরিনা খাতুনের মেয়ে রোজিনার বিয়ের পর থেকেই তাঁর শ্বশুর বাড়িতে কলহ চলে আসছিল। সপ্তাহ খানেক আগে এই কলহ মারাত্মক আকার ধারণ করে। একপর্যায়ে রোজিনাকে তাঁর স্বামী নূর ইসলাম ব্যাপক মারধর করেন। ঘটনাটি জানাজানি হলে, এই নিয়ে দুই পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হয়। রোজিনার স্বামী ও তাঁর শ্বাশুড়ি পরিবারের কলহের জন্য রোজিনার মা জরিনাকে দায়ী করছিলেন। ঘটনার দিন এই কলহের সমাধান করতেই নিজের বাবাকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন জরিনা। এদিকে, জরিনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে থাকেন নূর ইসলাম ও তাঁর মা আমেনা বেগম। পরে নূর ইসলাম বিয়ের ঘটক স্বপনের সহযোগিতায় একটি মিনিবাস ভাড়া করেন। বাসের চালক, কন্ড্রাক্টর, দুজন সহকারীসহ চারজনের সঙ্গে ১০ হাজার টাকায় চুক্তি হয়। ঘটনার দিন, বাসটি আগে থেকেই শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিল। পরে স্বপন স্ত্রী  জরিনা ও তাঁর বাবা আকবর আলী মন্ডলকে বাসে উঠিয়ে দিয়ে যান। বাসটিতে জরিনা ও তাঁর বাবা ছাড়া আর কোনো যাত্রী ছিল না। তাই, চালক ও অন্য সহযোগীরা বাসটি আশুলিয়া এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানা এলাকার মরাগাং আশুলিয়া ব্রিজের উত্তর পাশে নিয়ে আসেন। সেখানে জরিনার বাবাকে মারধর করে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তারা। পরে জরিনাকে হত্যা করে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জরিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে, ওই ঘটনার পর নিহতের মেয়ের জামাই গ্রেপ্তার নূর ইসলাম বাদী হয়ে মামলা করেছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাওলী গ্রামের মৃত মহির উদ্দিনের স্ত্রী জরিনা খাতুন তাঁর বাবা আকবর আলী মন্ডলের (৭০) সঙ্গে গত ৯ নভেম্বর দুপুরে আশুলিয়া থানাধীন গাজীরচট মুন্সীপাড়া এলাকায় মেয়ের জামাই নূর ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। ওইদিন তাঁরা দুপুরের খাবার খেয়ে বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন এবং টাঙ্গাইলগামী একটি মিনিবাসে ওঠেন। কিছুক্ষণ পর বাসে থাকা সহকারী ও আরো কয়েকজন লোক মারধর করে আকবরকে আশুলিয়ার মরাগাং এলাকায় নামিয়ে দেন। পরে জরিনা খাতুনকে নিয়ে বাস চলে যায়। আকবর আলী বিষয়টি তাঁর আত্মীয়-স্বজনকে জানান। সংবাদ পাওয়ার পর জরিনার মেয়ের জামাই নূর ইসলামসহ আকবর আলীর আত্মীয় স্বজন এসে আশুলিয়া ব্রিজের ৫০০ গজ উত্তর পাশে মরা গাং এলাকায় জরিনা বেগমের মরদেহ খুঁজে পান। ঘটনার পর নিহতের মেয়ের জামাই নূর ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৫। মামলাটি প্রথমে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ তদন্ত করে। পরে পুলিশ সদর দপ্তরের আদেশে পিবিআই ঢাকা জেলা তদন্ত শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat