ব্রেকিং নিউজ :
শরীয়তপুরে জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা কৌশল বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় বরিশালে পঞ্চদশ শতাব্দীর ঐতিহ্যবাহী মসজিদের সংস্কার কাজ এগিয়ে চলছে প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন সৈকত রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের প্রশংসায় ডোনাল্ড লু মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের আইপিইউ’র গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনে স্পিকার ভুটানের রাজার কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন গাজা হত্যাযজ্ঞে নিশ্চুপ শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস ইসরায়েলির পুরস্কার নিয়ে গণহত্যার পক্ষ নিয়েছেন : পররাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৫
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সক্ষমতা না থাকলে পৌরসভাগুলোকে বিদ্যমান আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদে রূপান্তরিত করা হবে অথবা ভেঙ্গে দিয়ে পুনঃনির্বাচনের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এছাড়াও পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের সকল প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে অডিট করা হবে।
তাজুল ইসলাম আজ স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের (সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) রাজস্ব আয় ও ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ ও হিসাব সংরক্ষণের পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এক অনলাইন সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের সকল অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও সংশ্লিষ্ট শাখার উপ-সচিবরা অংশ গ্রহণ করেন।
মো. তাজুল ইসলাম বলেন, নিজস্ব আয় দিয়ে পরিচালনা ব্যয় নির্বাহ করা ও উন্নয়ন কাজে অবদান রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভাগুলো সৃষ্টি করা হয়েছে। এখন যদি এ সকল প্রতিষ্ঠানের নিজ কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং জনগণকে সঠিক সেবা প্রদানের সক্ষমতা না থাকে তাহলে সে প্রতিষ্ঠানগুলো পৌরসভা হিসেবে টিকে থাকার যৌক্তিকতা হারাবে।
তিনি বলেন, এই বিষয়ে বিদ্যমান আইনে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই আইনের সার্বিক দিক পর্যালোচনা করে প্রয়োজনে পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদে রূপান্তর করা হবে, আর তা না হলে পৌরসভা ভেঙ্গে দিয়ে পুন:নির্বাচনের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, পৌরসভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেশির ভাগ পৌরসভা তাদের কর্মচারীদের বেতন পরিশোধ করছে। যে সকল পৌরসভা পুরোপুরি বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তার সুনির্দিষ্ট কারণ পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, পৌরসভাগুলোতে আয় ও ব্যয়ের স্বচ্ছতা আনা হবে। এ লক্ষ্যে এক্সটারনাল অডিটের ব্যবস্থা করা হবে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের ত্রৈমাসিক বিবরণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন ।
সুনির্দিষ্ট নীতিমালা থাকা স্বত্বেও তা অনুসরণ না করে পৌরসভাগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে অযৌক্তিক লোক নিয়োগ দিয়ে থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এখন থেকে পৌরসভায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিলে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদের অধীন এলাকার জন্য কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও পরিবার পরিকল্পনাসহ অনেক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছে। এই মন্ত্রণালয়গুলোর সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক অনুযায়ী সকল কর্মচারী ইউনিয়ন পরিষদে নিয়মিত অফিস করলে মানুষ আরো বেশি সেবা পাবেন। আর তাই সেটা নিশ্চিত করতে হবে।
তাজুল বলেন, জেলা পরিষদকে আরো বেশি কার্যকর করতে জেলা পরিষদ আইনের প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও উপজেলা পরিষদ ও অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাৎসরিক রাজস্ব ব্যয়ের অতিরিক্ত অর্থ উন্নয়ন খাতে স্থানান্তর করতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat