ব্রেকিং নিউজ :
কুমিল্লা টাউন হল মাঠে আগামীকাল শিব নারায়ন দাশের প্রতি শেষ শ্রদ্ধা নীলফামারীতে ৩ হাজার ১৭০ জন চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ রবীন্দ্রনাথ বর্তমানে বিশ্বে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে : অর্থ প্রতিমন্ত্রী নাসুম-ইমরুল নৈপুন্যে ডিপিএলে অষ্টম জয় মোহামেডানের টাঙ্গাইলে সম্প্রসারিত হয়েছে আদা ও হলুদ চাষের জমি গোপালগঞ্জে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে বোনা আমন আবাদের লক্ষ্যমাত্রা হালদা থেকে বালু উত্তোলন, ৪ জনের কারাদন্ড নড়াইলে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প চট্টগ্রামে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শুরু হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৮
  • ৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলায় চার হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস বিস্তার রোধে বিধি-নিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার অসহায় মানুষের হাতে বৃহপতিবার সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সামগ্রী তুলে দেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা লুৎফর রহমান এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, গুঁড়া দুধ, সেমাই, সাবান, স্যা¤পুসহ অন্যান্য সামগ্রী। প্রথম পর্যায়ে মোট ৪ হাজার পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
সামগ্রী বিতরণের আগে বক্তৃতায় প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে এবং এ কর্মসূচি অব্যাহত থাকবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat