ব্রেকিং নিউজ :
মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক খনিজ পদার্থ অ্যাসবেসটস আমদানি ও বিপণন নিষিদ্ধের দাবি বিএনপি দুঃখ-কষ্টের যে বাংলাদেশ সৃষ্টি করেছিল আজ আর তা নেই : বস্ত্র ও পাট মন্ত্রী রমজান, ঈদ ও নববর্ষের অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে : ডিএমপি কমিশনার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে : সাবের চৌধুরী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২১-২৭ এপ্রিল পর্যন্ত চিকিৎসা দিবে ক্ষুদে ডাক্তার ঈদ ও নববর্ষে পদ্মাসেতুতে ২১ কোটি ৪৭ লাখ টাকা টোল আদায় স্মার্ট মন্ত্রণালয় তৈরি করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২ মে বিএনপি বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায় : ওবায়দুল কাদের ৩২ বছর আগে সড়ক দুর্ঘটনা : দায়ী চালকের ৩ বছরের সাজা হাইকোর্টে বহাল
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন আজ বলেছেন, নিউইয়র্কের টাইমস স্কোয়ারে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধুর জীবনের ওপর প্রদর্শনী আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুকে উজ্জ্বল করবে।  
গত সপ্তাহে ড. মোমেন ঘোষণা করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র আগামী ১৫ ও ১৬ আগস্ট নিউইয়র্ক সিটির অসংখ্য বিলবোর্ডসহ উজ্জ্বলভাবে আলোকিত প্রধান পর্যটন আকর্ষণ টাইমস স্কোয়ারে ৭২০ বার প্রদর্শিত হবে।
রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা ঐতিহাসিক টাইমস স্কোয়ার এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে (নিউইয়র্ক সিটিতে) অনেক দিন ধরে এক্সপোজার পাওয়ার অপেক্ষায় আছি... এখন আমরা সুযোগ পেয়েছি।
তিনি বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ  নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিশাল উজ্জ্বল ডিজিটাল বিলবোর্ডে তথ্যচিত্রটি প্রদর্শনের পাশাপাশি ১৫ আগস্ট ‘বিশ্বের কেন্দ্র’ হিসেবে পরিচিত টাইমস স্কোয়ারে জাতীয় শোক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের এই অনুষ্ঠানের কাভারেজের প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টাইমস স্কোয়ারের মতো জায়গায় বঙ্গবন্ধু এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির উপর নির্মিত তথ্যচিত্রটি বাংলাদেশকে তার বৈশ্বিক ব্র্যান্ডিং উজ্জ্বল করতে সহায়তা করবে।  
ফাহিম নামের একজন প্রবাসী বাংলাদেশী তার এনওয়াই ড্রিম প্রোডাকশনের (মার্কিন ভিত্তিক  কোম্পানি) মাধ্যমে এই উদ্যোগ নিয়েছেন। এক্সিম ব্যাংক এবং আনোয়ার গ্রুপ আর্থিক সহায়তা প্রদান করেছে।
টাইমস স্কোয়ার বছরে আনুমানিক ৫০ মিলিয়ন দর্শনার্থী আকর্ষণ করে এবং ৪ লাখ ৬০ হাজারেরও বেশি পথচারী ম্যানহাটনের মিডটাউনের মোড় দিয়ে ব্যস্ততম দিনগুলোতে যাতায়াত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat