• প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে সোমবার জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসসমূহে খতমে কোরআন, আলোচনা সভা, ব্যানার-ফেস্টুন দিয়ে সজ্জিতকরণ, দোয়া মাহফিল, বৃক্ষ রোপণ, খাদ্য বিতরণ, আদিবাসী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কেটে ব্যাংকের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়। 
ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ দিনব্যাপী এসব কর্মসূচীর উদ্বোধন করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি ও সিইও বলেন, জনতা ব্যাংক আগে থেকেই এ দিবসটি উদযাপন করে আসছে। বঙ্গবন্ধুর নিজ হাতে লিখে দেয়া নাম ‘জনতা ব্যাংক’ তাঁরই আদর্শে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করছে। শেখ রাসেল একটি আবেগ, একটি দীর্ঘ নিঃশ^াসের নাম। 
তিনি আরো বলেন, ১৫ আগস্ট পরিবারের সদস্যদের সাথে ঘাতকেরা শিশু রাসেলকে মায়ের কাছে নিয়ে যাবে বলে নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসের বর্বরোচিত এ কালো অধ্যায়টি সারা বিশ^কে নাড়া দিয়েছিল। সারা দেশে কান্নার রোল পড়েছিল। শিশু রাসেলের মানবিকতা, উদারতা এবং অতিথি-পরায়ণতার মতো গুণাবলী আমাদের দেশের শিশুরা ধারণ করে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. জসীম উদ্দিন ও মো. আব্দুল জব্বার, জিএমবৃন্দ, সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat