• প্রকাশিত : ২০২১-১১-০৪
  • ৮১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) আজ ২০২২ সালের জন্য ১৬ লাখ  মেট্রিক টন অপরিশোধিত তেল ও ৫৮ দশমিক ৫০ লাখ মেট্রিক টন পরিশোধিত তেল আমদানির জন্য নীতিগতভাবে দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। 
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বছরের সিসিইএ-র ৩১ তম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বৈঠক  শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব  মো. শামসুল আরেফিন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে সরাসরি প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম)-র আওতায় বাংলাদেশ  পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ বছরের জন্য সৌদি আরামকো এবং আবুধাবির এডিএনওসি’র কাছ থেকে ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করবে।
তিনি আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাভুক্ত বিপিসি এই বছর আরও ৫৮ দশমিক ৫০ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি  তেল আমদানি করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat