নওগাঁ জেলায় এ পর্যন্ত মোট ১১ হাজার ৩২৭ ব্যক্তিকে করোনা প্রতিরোধে বুস্টার টিকা প্রদান করা হয়েছে। তৃতীয় ডোজ হিসেবে এই টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে এ্যস্ট্রাজেনিকা (কোভিশিল্ড) টিকা দেয়া হয়েছে ১০ হাজার ৯৩ জনকে এবং ফাইজার টিকা দেয়া হয়েছে ১ হাজার ২শ ৩৪ জনকে।
সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার জানিয়েছেন- গতকাল পর্যন্ত জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট আধুনকি হাসপাতাল কেন্দ্রসহ জেলার অন্য ১০টি উপজেলা হাসপাতাল কেন্দ্র সমূহে এসব টিকা দেয়া হয়েছে।
সূত্রমতে, জেলায় ৬ হাজার ৪৭৯ জন পুরুষ ও ৩ হাজার ৬১৪ জন মহিলাকে এ্যাস্্েরাজেনিকা টিকা এবং ৭৬৮ জন পুরুষ ও ৪৬৬ জন মহিলাকে ফাইজার টিকা দেয়া হয়েছে।
উপজেলা ভিত্তিক এ্যাস্ট্রোজেনিকা টিকা প্রদানের সংখ্যা হচ্ছে সদর উপজেলায় ৩ হাজার ৬৭২ জন, রাণীনগর উপজেলায় ৫৩২ জন, আত্রাই উপজেলায় ১ হাজার ২৪০ জন, মহাদেবপুর উপজেলায় ২৫০ জন, মান্দা উপজেলায় ১৮৬ জন, বদলগাছি উপজেলায় ১ হাজার ৪৮১ জন, পতœীতলা উপজেলায় ৫৬০ জন, ধামইরহাট উপজেলায় ৫১৩ জন, নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৭৫ জন এবং সাপাহার উপজেলায় ৫৮৪ জনকে।
অপরদিকে ফাইজারের টিকা দেয়া হয়েছে সদর উপজেলায় ৫৬ জনকে, মান্দা উপজেলায় ৪৪৫ জনকে, পতœীতলা উপজেলায় ১১০ জনকে এ বং নিয়ামতপুর উপজেলায় ৬২৩ জনকে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.