ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহবান আইজিপির নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ২৫ তম বিসিএস ফোরামের শ্রদ্ধা ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানের প্রতি পর্যটনমন্ত্রীর নির্দেশ জাতির পিতার সমাধিতে অগ্রণী ব্যাংকের দুই ডিএমডির শ্রদ্ধা সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : ওবায়দুল কাদের কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট : তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না তাপদাহের কার সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
  • প্রকাশিত : ২০২১-১২-১৫
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিরাজমান ‘সুবর্ণ অধ্যায়ের’ ভিত্তিতে বাংলাদেশ ভারতের সঙ্গে সব অমীমাংসিত বিষয় সংলাপের মাধ্যমে সমাধান করতে চায়।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ৩ দিনের রাষ্ট্রীয় সফরে এখানে আসার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ এখানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে তিনি গণমাধ্যমকে বলেন, ‘(আমরা বিশ্বাস করি), বাংলাদেশ ও ভারতের মধ্যে যেকোনো ইস্যু সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব।’
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করার পরে সাংবাদিকদের সামনে হাজির হন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি কোবিন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময়ও তারা সঙ্গে ছিলেন।
ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর আলোচনার প্রসঙ্গে মোমেন বলেন, চলমান ‘গভীর ও চমৎকার’ দ্বিপক্ষীয় সম্পর্ক এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রেখেছে।
মোমেন বলেন, আলমকে সঙ্গে নিয়ে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে যোগাযোগ, পানি বণ্টন, চলমান অংশীদারিত্বমূলক প্রকল্প এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় উঠে অসে।
মোমেন বলেন,‘আমি আশা প্রকাশ করেছি যে, বাংলাদেশ ও ভারত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী ৫০ বছরে উন্নয়নের শিখরে উঠবে।
মোমেন ভারতের রাষ্ট্রপতিকে জানান যে, শেখ হাসিনা আর্থ-সামাজিক উন্নয়নে অসাধারণ সাফল্যের মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা এনেছেন এবং তিনি এই অঞ্চলে ‘স্থিতিশীলতার’ জন্য তার প্রচেষ্টা চালিয়ে যেতে চান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একই অবস্থানে রয়েছে এবং ঢাকা তা অব্যাহত রাখতে চায়।
বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের সোনালী অধ্যায় উপভোগ করছে যা অন্যান্য দেশ অনুসরণ করতে পারে- উল্লেখ করে তিনি আরো বলেন, তিনি চলমান মহামারীর মধ্যে বাংলাদেশকে ভারতের ভ্যাকসিন অনুদানের জন্য কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে যোগ দিতে মহামারীর মধ্যে ভারতীয় রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম বাংলাদেশ সফরের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোমেন বলেন, গত মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের রাষ্ট্রপতির চলমান সফর বাংলাদেশকে সম্মানিত করেছে।
ভারতের রাষ্ট্রপতি, তার স্ত্রী সবিতা কোভিন্দ ও কন্যা স্বাতী কোবিন্দ সরকারি প্রতিনিধিদল নিয়ে ৩ দিনের সফরে আজ সকালে এখানে এসে পৌঁছলে বাংলাদেশ তাদের লাল গালিচা সংবর্ধনা প্রদান করে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ তার পত্নী রাশিদা খানমকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
ভারতের শিক্ষামন্ত্রী ও দুইজন সংসদ সদস্যসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat