ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে "সামরিক অভিযান” ঘোষণা করার পর সোমবার আবুধাবিতে সন্দেহজনক ড্রোন হামলায় বিস্ফোরণ এবং অগ্নিকা- ঘটেছে।
পুলিশ জানায়, আকাশে "ছোট উড়ন্ত বস্তু” দেখা গেছে। এছাড়া, একটি শিল্প এলাকায় তিনটি পেট্রোল ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে ও বিমানবন্দরে অগ্নিকাণাড ঘটেছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, উড়ন্ত ছোট বস্তুগুলো সম্ভবত ড্রোন যা দুটি এলাকায় পতিত হয়েছে এবং বিস্ফোরণ ও অগ্নিকান্ড ঘটিয়েছে।
হুথিরা বলেছে, তারা সংযুক্ত আরব আমিরাতে সামরিক অভিযান পরিকল্পনা ঘোষণা করবে। এতে সাত বছরের যুদ্ধ তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.