ব্রেকিং নিউজ :
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে নড়াইলে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসানসহ দুজন নিহত স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে : তথ্য প্রতিমন্ত্রী টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে : স্পিকার নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ঘোষণাপত্রের তাৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন রিমি
  • প্রকাশিত : ২০২২-০২-১৮
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেই জয় দেখছে স্বাগতিক নিউজিল্যান্ড। 
ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৯৫ রানের জবাবে ৪৮২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সেঞ্চুরি করে ১০৫ রানে আউট হন হেনরি নিকোলস। ৯৬ রানে থামেন টম ব্লানডেল। জবাবে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেট নিয়ে ৩৫৩ রানে পিছিয়ে প্রোটিয়ার। 
নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার ম্যাট হেনরির বোলিং তোপে টেস্টের প্রথম দিনই ৯৫ রানে অলআউট হয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। ২৩ রানে ৭ উইকেট নেন হেনরি। 
প্রথম দিন শেষে ৩৯ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১১৬ রান করেছিলো নিউজিল্যান্ড। নিকোলস ৩৭ ও নিল ওয়াগনার ২ রানে অপরাজিত ছিলেন। 
দ্বিতীয় দিন ৭টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে ৪৯ রানে থামেন ওয়াগনার। নিকোলসের সাথে চতুর্থ উইকেটে ৮০ রান যোগ করেন ওয়াগনার। 
টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়ে আউট হন নিকোলস। ১৬৩ বলে ১১টি চার মারেন তিনি। 
দলীয় ২৭৩ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে নিকোলস আউট হবার পর দলকে বড় স্কোর এনে দিয়েছেন ব্লান্ডেল-কলিন ডি গ্র্যান্ডহোম ও শেষ ব্যাটার হেনরি। 
মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া ব্লান্ডেল ১৩৮ বলে ১২টি চারে ৯৬ রান করেন। তবে ৫৮ রানে অপরাজিত থেকে যান বল হাতে দুর্দান্ত নৈপুন্য দেখানো হেনরি। ৬৮ বলের ইনিংসে ৮টি বাউন্ডারিতে  টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন  হেনরি। 
৪২ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৫ রান করেন গ্র্যান্ডহোম। ফলে ৪৮২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার অলিভিয়ের ৩টি ও কাগিসো রাবাদা-মার্কো জানসেন ও আইডেন মার্করাম ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৩৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। এবারও নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি ও হেনরির তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। ২৫ বলের ব্যবধানে ৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
অভিষেক ম্যাচ খেলতে নামা সারেল এরউইকে শুন্য ও মার্করামকে ২ রানে বিদায় করেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। প্রথম ইনিংসে ১০ রান করেছিলেন এরউই। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে খালি হাতে বিদায় করেন হেনরি।
শুরুর ধাক্কাটা সামলে  দিন শেষে অবিচ্ছিন্ন থাকেন রাসি ভ্যান ডার ডুসেন ও তেম্বা বাভুমা। ডুসেন ৯ ও বাভুমা ২২ রানে অপরাজিত আছেন। সাউদি ২টি ও হেনরি ১টি উইকেট নিয়েছেন। 
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ৯৫ ও ৩৪/৩, ৯ ওভার (বাভুমা ২২*, ডুসেন ৯, সাউদি ২/২০)।
নিউজিল্যান্ড : ৪৮২/১০, ১১৭.৫ ওভার (নিকোলস ১০৫, ব্লানডেল ৯৬, অলিভিয়ের ৩/১০০)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat