মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে ৭০ লাখ টাকার চেক বিতরণ করেছেন। আজ রোববার তিনি প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়নের অফিসের আয়োজনে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানকে এই চেক দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। সাবেক এমপি ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয় এবং সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.