করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৫দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ জন। গত প্রায় দুই বছর পর এটি শনাক্তের সর্বনি¤œ সংখ্যা। এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিল ৫ জন। গতকাল শনাক্ত হয়েছিল ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ জন। শনাক্তের হার দশমিক ১৮ শতাংশ। আগের দিন ১ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১০ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ১ হাজার ১৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩ জন। শনাক্তের হার দশমিক ১৬ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫০ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.