গত জানুয়ারিতে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্গা চোপড়া। এরপর থেকেই শিশু কন্যাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছিল। ১০০ দিনেরও বেশি সেখানে রাখার পর অবশেষে সন্তানকে বাড়িতে নিয়ে এসেছেন প্রিয়াঙ্কা-নিক জুটি।
এতদিন মেয়ের কোনো ছবি গণমাধ্যমে আসতে দেননি তারা। গতকাল রবিবার মা দিবসে প্রথমবারের মতো মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তবে মুখের ছবি দেখাননি। সেটি লাভ ইমুজি দিয়ে ঢেকে দিয়েছেন।
একই সঙ্গে সুন্দর নোটও লিখেছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি বলেন, ‘এই মা দিবসে আমরা সাহায্য করতে পারি না। কিন্তু গত কয়েক মাস ধরে আমরা যে রোলারকোস্টারে ছিলাম, যা আমরা এখন জানি, অনেক লোকের অভিজ্ঞতাও হয়েছে। এনআইসিইউতে ১০০ দিনেরও বেশি সময় পর, আমাদের ছোট্ট কন্যা অবশেষে বাড়িতে।’
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.